Thursday, October 6, 2016

Ekhoni Nambe Brishti /এখুনি নামবে বৃষ্টি

Ekhoni Bambe Brishti

এখুনি নামবে বৃষ্টি
কথাঃ শুভ
কন্ঠঃ হাবিব ওয়াহিদ
সুরঃ হাবিব ওয়াহিদ
অ্যালবামঃ শোনো!

একটু দাঁড়াবে কী?
এখুনি নামবে বৃষ্টি
মেঘে আকাশ থমথম
নীড়ে ফিরে যাচ্ছে পাখি।
খেয়ালী আকাশের বুকে
ফুটে থাকা তারার মেলা।
ঢেকে দিয়ে যাচ্ছে যেন
কালো কালো মেঘের ভেলা
এখুনি যেওনা তুমি
ভালবাসা অনেক বাকি।
চারদিকে নামছে আঁধার
থাক না আরো কিছুক্ষন
ভালবেসে যাব দু’জনে
ঝড়ে যাবে ব্যথার শ্রাবণ।
এখুনি যেওনা তুমি
ভালবাসা অনেক বাকি।।

 

No comments:

Post a Comment