Wednesday, November 9, 2016

Boshiya bijone (বসিয়া বিজনে)

বসিয়া বিজনে কেন একা মনে
পানিয়া ভরনে চল লো গোরী
চল জলে চল, কাঁদে বনতল
ডাকে ছলছল জল লহরী।

দিবা চলে যায় বলাকা পাখায়
বিহগের বুকে বিহগী লুকায়
কেঁদে চখাচখী মাগিছে বিদায়
বারোয়াঁর সুরে ঝুরে বাঁশরী।

বেলা গেল বধূ, ডাকে ননদী
চল জল নিতে যাবি লো যদি
কালো হয়ে আসে সুদূর নদী
নাগরিকা সাজে সাজে নগরী।

ওগো বেদরদী ও রাঙ্গা পায়ে
মালা হয়ে কে গো গেল জড়ায়ে
তব সাথে কবি পড়িল দায়ে
পায়ে রাখি তারে ন গলে পরি।।

No comments:

Post a Comment