Wednesday, November 9, 2016

Jabar bela (যাবার বেলা)

যাবার বেলা ফেলে যেয়ো একটি খোঁপার ফুল।
আমার চোখে চেয়ে চেয়ো একটু চোখের ভুল।।

অধর কোণের ঈষৎ হাসির ক্ষণিক আলোকে
রাঙ্গিয়ে যেয়ো আমার মনের গহন কালোকে,
যেতে যেতে মুখ ফিরিয়া দুলিয়ে যেও দুল।।

একটি কথা’ ক’য়ে যেয়ো একটি নমস্কার,
সেই কথাটি গানের সুরে গাইব বারে বার,
হাত ধরে মোর বন্ধু ভুলো একটু মনের ভুল।।

No comments:

Post a Comment