না মিটিতে সাধ মোর নিশি পোহায়
রাগ : ভৈরবী, তাল : কাহারবা
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : পণ্ডিত তুষার দত্ত
রাগ : ভৈরবী, তাল : কাহারবা
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : পণ্ডিত তুষার দত্ত
না মিটিতে সাধ মোর নিশি পোহায়।
গভীর আঁধার ছেয়ে আজো হিয়ায়।।
আমার নয়ন ভ'রে এখনও শিশির ঝরে,
এখনো বাহুর 'পরে বঁধু ঘুমায়।।
এখনো কবরী-মূলে কুসুম পড়েনি ঢুলে,
এখনো পড়েনি খুলে' মালা খোঁপায়।।
নিভায়ে আমার বাতি পোহাল সবার রাতি,
(আমি) নিশি জেগে' মালা গাঁথি, প্রাতে শুকায়।।
No comments:
Post a Comment