Thursday, January 19, 2017

Ajo bole koyeliya-আজো বলে কোয়েলিয়া



আজো বলে কোয়েলিয়া
চাঁপাবনে প্রিয় তোমারি নাম গাহিয়া।।

তব স্মৃতি ভোলেনি চৈতালি সমীরণ,
আজো দিকে দিকে খুঁজে ফেরে কাঁদিয়া।।

নিশীথের চাঁদ আজো জাগে
ওগো চাঁদ, তব অনুরাগে।

জল ধারা উথলে যমুনার সৈকতে
খোঁজে তরুলতা ফুল আঁখি মেলিয়া।।

No comments:

Post a Comment