Sunday, January 15, 2017

Ami chirotore dure chole jabo - আমি চিরতরে দূরে চলে যাব

আমি চিরতরে দূরে চলে যাব ,
তবু আমারে দেব না ভুলিতে ।

আমি বাতাস হইয়া জরাইব কেশে ,
বেণী যাবে যবে খুলিতে ।।

তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাদিবে পবন ,
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে ধূলিতে ।।

আসিবে তোমার পরমোৎসবে কত প্রিয় জন কে জানে ,
মনে পড়ে যাবে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে ।

তোমার কুঞ্জ পথে যেতে হায় !
চমকি থামিয়া যাবে বেদনায় ,
দেখিবে কে যেন মোরে পডে আছে তোমার পথের ধূলিতে ।।

2 comments:

  1. Kichu kotha vul ache lekha...please rectify.

    ReplyDelete
  2. অসংখ্য ধন্যবাদ।
    এতো সুন্দর সাজানো গুছানো লিরিক পেয়ে মুগ্ধতা নিয়ে গেলাম।
    আপনার সুখী জীবন ও দীর্ঘায়ু কামনা করছি।

    ReplyDelete