গান : চাঁদের গল্প
কণ্ঠ : মিনার
গীতিকার : ফয়সাল রাব্বিকীন
সুর ও সংগীত : সাজিদ সরকার
অ্যালবাম : চাঁদের গল্প
একলা প্রহরী হয়ে জেগে থাকব
সারা রাত ,
চাঁদ যেন হয় না চুরি
হয় না যেন প্রভাত ।
জোছনা ছড়িয়ে ঘুমবে চাঁদ ,
চেয়ে দেখবো অবিরত
এমনই এক রাতের খোঁজে
আমি জেগেছি কত ।
চাঁদ যদি দুচোখ মেলে
সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ
একটু ছুঁয়ে দেবে ।
উষ্ণ ছোঁয়ায় তারাগুলো
উৎসবে হবে রত
জোছনা প্লাবনে ভেসে ভেসে
অচেনাতে হারাবো ।
বাঁধা যত সব দূরে ঠেলে
নিয়মটা ছাড়াবো ,
অচিন মায়ায় মুছে যাব
মনের জমা সব ক্ষত ।
চাঁদ যদি দুচোখ মেলে
সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ
একটু ছুঁয়ে ।
চাঁদ যদি দুচোখ মেলে
সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ
একটু ছুঁয়ে দেবে ।
রাত জোছনা হবে না শেষ হবে না
এই ... ভালোবাসা , আজ ফুরবে না ,
একলা প্রহরী হয়ে জেগে থাকব
সারা রাত ,
চাঁদ যেন হয় না চুরি
হয় না যেন প্রভাত ।
জোছনা ছড়িয়ে ঘুমবে চাঁদ ,
চেয়ে দেখবো অবিরত
এমনই এক রাতের খোঁজে
আমি জেগেছি কত ।
চাঁদ যদি দুচোখ মেলে
সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ
একটু ছুঁয়ে ।
চাঁদ যদি দুচোখ মেলে
সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ
একটু ছুঁয়ে দেবে ।
No comments:
Post a Comment