Singer : Minar
Lyric : Robiul Islam Jibon
Music Arrangement : Emon Chowdhury
Album : Deyale Deyale
এতটা ভালোবাসি,
তবুও কম মনে হয় ।
তোমারই আরো কাছে,
যেতে চাইছে হৃদয় । - [ ২ বার ]
আমার এ মন , এ জীবন
হোক আরও হোক তুমিময় ।
ও ... ও ... ও ... ও ।
তুমিহীনা পৃথিবীতে ,
এক মুহূর্ত নয় ।
সারাদিন সারারাত
তোমারই অনুভব ,
থাকে আমায় ঘিরে ।
ভাবনার প্রহরে ,
আবেগী শহরে ,
আসো তুমি ফিরে ।
তোমার জন্য এই আমার ,
যত অনুনয় ।
আমার এ মন , এ জীবন
হোক আরও হোক তুমিময় ।
ও ... ও ... ও ... ও ।
তুমিহীনা পৃথিবীতে ,
এক মুহূর্ত নয় ।
কতটা অবুজ হলে ,
শহরের কোনে কোনে ,
তোমাকেই খুঁজে বেড়াই
ছুঁয়ে যাই শুন্য মনে ।
আমার এ মন , এ জীবন
হোক আরও হোক তুমিময় ।
ও ... ও ... ও ... ও ।
তুমিহীনা পৃথিবীতে ,
এক মুহূর্ত নয় । - [ ২ বার ]
Thank you 🖤💐
ReplyDelete