Singer: Minar Rahman
লুকিয়ে থাকা, জোনাক জ্বলা,
একটা সন্ধ্যা দাও ।
ঐ দুর আকাশে, ঘন কালো ,
মেঘের দিকে চাও ।
ভেজা মাটি , শান্ত দিঘী ,
ছুঁতে যদি চাও ...... ও ও ...
পরশ মাখা , আগলে রাখা ,
হাত দুটো বাড়াও ।
লুকিয়ে থাকা, জোনাক জ্বলা,
একটা সন্ধ্যা দাও ।
ঐ দুর আকাশে, ঘন কালো ,
মেঘের দিকে চাও ।
ভেজা মাটি , শান্ত দিঘী ,
ছুঁতে যদি চাও ...... ও ও ...
পরশ মাখা , আগলে রাখা ,
হাত দুটো বাড়াও ।
রুপকথারা ডানা মেলে , আসবে যখন ছুটে ,
তুমি আঁকড়ে ধড়া , শান্ত ঝিঁঝিঁর ডাক যেওনা ভুলে ( ২ বার )
বৃষ্টি ঝরা, রদ্রু মাখা ,
রূপটা যদি পাও ।
একটু হেঁসে, চুপটি বসে ,
জোছনাটা সাঁজাও ।
আর একটা দিঘী, রাত্রই যদি
পারি দিতে চাও ...
বৃহতেরও চোরাবালি ,
বেঁয়ে তুমি যাও ।
রুপকথারা ডানা মেলে , আসবে যখন ছুটে ,
তুমি আঁকড়ে ধড়া , শান্ত ঝিঁঝিঁর ডাক যেওনা ভুলে ( ২ বার )
কেন এমন হয় Keno Emon Hoy
ReplyDeleteLyrics & Tune: Samz Vai
বলো, কেনো এমন হয়
বলো কেনো এমন হয়
না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়
বলো কেন এমন হয়
এক চিমটি সুখ পাওয়াটা ভালোবাসা নয়
বলো কেনো এমন হয়
বলো কেনো এমন হয়।
আধাঁর ঘরে একলা আমি
স্বপ্ন ছেড়ে দুঃস্বপ্নে নামি
স্মৃতি গুলি সব পিছনে পড়ে রয়।
বলো, কেনো এমন হয়
বলো কেন এমন হয়
না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়
বলো কেনো এমন হয়
বলো কেনো এমন হয়।
হৃদয় ছিড়ে গেলে তুমি
সবার মাঝেও একলা আমি
পৃথিবীটা বড় শূন্য মনে হয়
বলো কেন এমন হয়
না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়
বলো কেনো এমন হয়
বলো কেন এমন হয়
না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়
বলো কেনো এমন হয়
এক চিমটি সুখ পাওয়াটা ভালোবাসা নয়
বলো কেনো এমন হয়।
আরো গানের লিরিক্স পেতে ভিজিট করুন
Chirkutt চিরকুট