Thursday, January 19, 2017

Amar kalo meyer adhar kole-আমার কালো মেয়ের আঁধার কোলে



আমার কালো মেয়ের আঁধার কোলে

শিশু রবি শশী দোলে

(মায়ের) একটুখানি রূপের ঝলক

বিরাট নীল গগন।

পাগলী মেয়ে এলোকেশী

নিশীথিনীর দুলিয়ে কেশ

নেচে বেড়ায় দিনের চিতায়

লীলার যে তার নাইকো শেষ।

সিন্ধুতে ঐ বিন্দু খানিক

(তার) ঠিকরে পড়ে রূপের মাণিক

বিশ্বে মায়ের রূপ ধরে না

মা আমার তাই দিকবসন।।

No comments:

Post a Comment