Thursday, January 19, 2017

Amar kon kule aaj virlo torii-আমার কোন কুলে আজ ভিড়লো তরী



আমার কোন কুলে আজ ভিড়লো তরী

এ কোন সোনার গাঁয়?

আমার ভাটির তরী আবার কেন

উজান যেতে চায়?

দুখেরে কান্ডারী করি

আমি ভাসিয়েছিলাম ভাঙ্গা তরী

তুমি ডাক দিলে কি স্বপন পরী

নয়ন ইশারায় গো?

নিভিয়ে দিয়ে ঘরের বাতি

ডেকেছিলে ঝড়ের রাতি

কে এলে মোর সুরের সাথি

গানের কিনারায়?

সোনার দেশের সোনার মেয়ে

ওগো হবে কি মোর তরীর নেয়ে

এবার ভাঙ্গা তরী চল বেয়ে

রাঙা অলকায়।।

পোস্ট ন্যাভিগেশন

No comments:

Post a Comment