Song: Abar
Singer: Minar
Lyrics: Snahashish Ghosh
Music: Rezwan Sheikh
তুমি কি আমার হাসি মুখের
আবার কারন হবে ? ,
তুমি কি আমার শত ভুলের
আবার বাড়ন হবে ? , - [ ২ বার ]
দেবো না জল আসতে চোখে ,
কোনদিনও আর ,
আর একটি বার দাও যদি
জল মোছার অধিকার । - [ ২ বার ]
তুমি কি আমার হাসি মুখের
আবার কারন হবে ? ,
তুমি কি আমার শত ভুলের
আবার বাড়ন হবে ?
আমি তোমার নতুন ভোরের
সূর্য হতে চাই ,
আমি আবার তোমার আসার
প্রদীপ হতে চাই । - [ ২ বার ]
দেবো না জল আসতে চোখে ,
কোনদিনও আর ,
আর একটি বার দাও যদি
জল মোছার অধিকার । - [ ২ বার ]
তুমি কি আমার হাসি মুখের
আবার কারন হবে ? ,
তুমি কি আমার শত ভুলের
আবার বাড়ন হবে ?
মুছে ফেলো অভিমানের
দাগটি তুমি এবার ,
হাসির আলো, আমায় করো
আলোকিত আবার । - [ ২ বার ]
দেবো না জল আসতে চোখে ,
কোনদিনও আর ,
আর একটি বার দাও যদি
জল মোছার অধিকার । - [ ২ বার ]
তুমি কি আমার হাসি সুখের
আবার কারন হবে ? ,
তুমি কি আমার শত ভুলের
আবার বাড়ন হবে ?
No comments:
Post a Comment