Thursday, July 4, 2024

Ashar Srabon /আষাঢ় শ্রাবণ


                                                          গানঃ আষাঢ় শ্রাবণ

                                                              শিল্পিঃ লতা মঙ্গেশকর
                      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।।

আলোর তরীটিতে দিন চলে যায়,
আঁধারের মন জ্বলে তারায় তারায়।।

আমার এ মন কেন শুধু আকুলায়,
বরষন কোথা যেন হয়েছে
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে। 

দিওনা কখনো পিছু দিওনা আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়।।

চোখের জলেতে বেয়ে সুখ এলো তায়,
আজ মন মোহনায় মিশেছে
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।

Saturday, November 25, 2023

Ajhor Brishti By Balam/ অঝোর বৃষ্টি

     গান  : অঝোর বৃষ্টি

শিল্পী : বালাম
```````````````````````````````````

ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি

হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি

হালকা আঁধার দিচ্ছে ঘিরে
আবছা আলো নিচ্ছে ছুঁয়ে
অল্প করে হোক না শুরু
ভালোবাসা এখনও ভীরু

হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি

ডাকছে সময় পিছু বলবে কি মন কিছু
নিবিড় এই ভালোবাসা
জড়াল কিছু আশা
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি

Bhalobashar Utshob By Balam & Julee / ভালোবাসার উৎসব

গানঃ ভালোবাসার উৎসব
শিল্পিঃ বালাম এবং জুলি
````````````````````````````````````````````
রাতের চোখে দেখো চেয়ে
জোছনার অভিপ্রায়ে
নিশাতুর মন আমার
খুঁজছে তোমায়

শুন্যতা বুকে নিয়ে
মৌনতা ভেঙ্গে দিয়ে
একাকীনি মন আমার
ডাকছে তোমায়

এসো তবে অনুভবে, ভালোবাসার উৎসবে
রুপালি মন মাতাল, হবে বিমুগ্ধতায়

ভাবছো কি রাত জেগে জেগে
অচেনা কোনো আবেগে
কাঁপছে কি থর থর খুব অজানায়
আঁকছো কি ফুল রং তুলিতে
মন উদাসী ক্ষণ গুলিতে
কখনো কি বুক জুড়ে ঝড় বয়ে যায়

এসো তবে অনুভবে, ভালোবাসার উৎসবে
রুপালি মন মাতাল, হবে বিমুগ্ধতায়

শুনছো কি শুন নিরবতায়
অজানার ডাকে হারাবার
বসছো কি নীল চেয়ারটাতে ঝুল বারান্দায়

দেখছো কি বিমূর্ত ছায়া অন্ধকারে অন্য মায়া
ভাবনা কি দূর দেশে হারিয়ে যায়

এসো তবে অনুভবে, ভালোবাসার উৎসবে
রুপালি মন মাতাল, হবে বিমুগ্ধতায় 

Oporupa By Balam/অপরূপা

 গানঃ অপরূপা
শিল্পিঃ বালাম
````````````````````````````

চোখে চোখে চোখ পরেছে
কি বলব মুখে
কে তোমায় সাজিয়েছে
এতো অপরূপে
আমার কল্পনায় হাজার ভাষা
নীরব দুঃখে দুঃখে

চাঁদ আজ লুকিয়ে গেছে
মেঘের আড়ালে
ফুল যেন চায় না ফিরে
পাপড়ি না মেলে


আমার কল্পনায় হাজার ভাষা
নীরব দুঃখে দুঃখে

তোমায় দেখে লিখতে পারি
হাজার কবিতা
পাহাড়ের বুক ফাড়িয়ে
ঝড়ে পরে লাজুক লতা
নয়ন দুটি আড়াল করো
রঙিন উড়না ঢেকে

চোখে চোখে চোখ পরেছে
কি বলব মুখে
কে তোমায় সাজিয়েছে
এতো অপরূপে
আমার কল্পনায় হাজার ভাষা
নীরব দুঃখে দুঃখে

Friday, November 24, 2023

EK Mutho Roddur By Balam / এক মুঠো রোদ্দুর


গান : এক মুঠো রোদ্দুর

শিল্পী : বালাম

`````````````````````````````````

 

এক মুঠো রোদ্দুর হাতে,এক আকাশ নীল
আজ তোমার জন্য ব্যস্ত শহরে,চলছে ভালবাসার মিছিল
শুধু তোমার জন্য, প্রেমের জোয়ারে ভাসল দু’কূল ।।

রাতের আকাশ জাগে,তারার চাদরে
বৃষ্টি ভেজা বাতাস বহে রাতের আদরে
পাহাড়ে পাহাড়ে ফুটল বনফুল
শুধু তোমার জন্য,প্রেমের জোয়ারে ভাসল দু’কূল ।।
এক মুঠো রোদ্দুর হাতে,এক আকাশ নীল ।

পিচ ঢালা পথে রাঙাল,কৃষ্ণচূড়া ফুল
তুমি আসবে বলে,সাজল পথ
আকূল আমার এ প্রাণ,হল ব্যাকুল
শুধু তোমার জন্য,প্রেমের জোয়ারে ভাসল দু’কূল ।।
এক মুঠো রোদ্দুর হাতে,এক আকাশ নীল ।

Tuesday, November 21, 2017

Mitthe noy By Habib / মিথ্যে নয়

গানঃ মিথ্যে নয়
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
সুরকারঃ হাবিব ওয়াহিদ
গীতিকারঃ শফিক তুহিন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে?
আদরে আদর এঁকে, স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।
আর কারো নয়রে তুই,
মন দিয়ে মনরে ছুঁই।
তোরে বড় বেশি ভালবাসি
এ কথাটি মিথ্যে নয়।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে?
আদরে আদর এঁকে, স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।

চোখেরই পলকে তুই ছাড়া বলনা কে
জড়ালি কি যাদু কি মায়ায়,
তুই আমার সব চাওয়ায়, চুপকথা – রুপকথায়
জীবনের পুরোটায় আনাগোনায়।
চোখেরই পলকে তুই ছাড়া বলনা কে
জড়ালি কি যাদু কি মায়ায়,
তুই আমার সব চাওয়ায়, চুপকথা – রুপকথায়
জীবনের পরোটা আনাগোনায়।
আর কারো নয়রে তুই,
মন দিয়ে মনরে ছুঁই।
তোরে বড় বেশি ভালবাসি
এ কথাটি মিথ্যে নয়।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে,
আমি যে কে তোর বলনা রে।
আদরে আদর এঁকে স্বপ্ন আবীর মেখে
হারাবো কোথাও চলনা রে।

Keno emon hoy / কেন এমন হয়

গানঃ কেন এমন হয় 
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
অ্যালবামঃ অবশেষে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয়- এক চিমটি সুখ পাওয়াটা ভালোবাসা নয়।
বল , কেন এমন হয়- বল কেন এমন হয়।

আধার ঘরে একলা আমি , স্বপ্ন ছেড়ে দুঃস্বপ্নে নামি
স্মৃতি গুলি সব পিছে পড়ে রয়।
বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয়- বল কেন এমন হয়।

হৃদয় ছিঁড়ে গেলে তুমি , সবার মাঝেও আজ একলা আমি,
পৃথিবীটা বড় শূন্য মনে হয়।
হৃদয় ছিঁড়ে গেলে তুমি , সবার মাঝেও আজ একলা আমি,
পৃথিবীটা বড় শূন্য মনে হয়।
বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।

বল , কেন এমন হয় – না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়।
বল , কেন এমন হয়- এক চিমটি সুখ পাওয়াটা ভালোবাসা নয়।
বল , কেন এমন হয়- বল কেন এমন হয়।