Thursday, July 4, 2024

Ashar Srabon /আষাঢ় শ্রাবণ


                                                          গানঃ আষাঢ় শ্রাবণ

                                                              শিল্পিঃ লতা মঙ্গেশকর
                      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।।

আলোর তরীটিতে দিন চলে যায়,
আঁধারের মন জ্বলে তারায় তারায়।।

আমার এ মন কেন শুধু আকুলায়,
বরষন কোথা যেন হয়েছে
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে। 

দিওনা কখনো পিছু দিওনা আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়।।

চোখের জলেতে বেয়ে সুখ এলো তায়,
আজ মন মোহনায় মিশেছে
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।

No comments:

Post a Comment