আজো কাঁদে কাননে কোয়েলিয়া।
চম্পা কুঞ্জে আজো গুঞ্জে ভ্রমরা-কুহরিছে পাপিয়া।।
প্রেম-কুসুম শুকাইয়া গেল হায়!
প্রাণ-প্রদীপ মোর হের গো নিভিয়া যায়,
বিরহী এসে ফিরিয়া।।
তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন
মালার ফুল মোর ধুলায় হ’ল মলিন
জনম গেল ঝুরিয়া।।
চম্পা কুঞ্জে আজো গুঞ্জে ভ্রমরা-কুহরিছে পাপিয়া।।
প্রেম-কুসুম শুকাইয়া গেল হায়!
প্রাণ-প্রদীপ মোর হের গো নিভিয়া যায়,
বিরহী এসে ফিরিয়া।।
তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন
মালার ফুল মোর ধুলায় হ’ল মলিন
জনম গেল ঝুরিয়া।।
Thanks for uploading the lyrics..
ReplyDeleteThank you.
ReplyDeleteThanx
ReplyDeleteThanks
DeleteThanks
DeleteThanks 😊
ReplyDeleteI love this song😊
DeleteLove at his best
ReplyDeleteWho is the writer of this song
ReplyDeleteKazi Nazrul Islam is the writer.
DeleteWhich raaga
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis is raag Hameer
DeleteThank u for informing 😊
DeleteThanks very much mate!
ReplyDeleteThis is based on kedar raag
ReplyDeleteNo it is on raag Hameer
DeleteCool and I have a tremendous proposal: Where To Start House Remodeling remodeling old homes
ReplyDelete