আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়।
আমার নবী মোহাম্মদ যাঁহার তারিফ জগৎময়।।
আমার নবী মোহাম্মদ যাঁহার তারিফ জগৎময়।।
আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা।
ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়।।
ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়।।
কালেমা আমার তাবিজ তৌহিদ আমার মুর্শিদ
ঈমান আমার বর্ম হেলাল আমার খুর্শিদ।
ঈমান আমার বর্ম হেলাল আমার খুর্শিদ।
‘আল্লাহু আকবর’ ধ্বনি আমার জেহাদ- বাণী।
আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যেথায় রয়।।
আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যেথায় রয়।।
সুন্দর
ReplyDeleteনজরুলের প্রতিটা গজল হৃদয় স্পর্শ করে
ReplyDeleteআল্লাহ আকবর
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteআল্লাহ পরম প্রিয়তম মোর, আল্লাহতো দূরে নয়,
ReplyDeleteনিত্য আমারে জড়াইয়া থাকে পরম সে প্রেমময়!
Gg
ReplyDelete