আমি যদি আরব হতাম মদিনারই পথ।
এই পথে মোর চলে যেতেন নূর নবী হজরত।
পয়জা তাঁর লাগত এসে আমার কঠিন বুকে
আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে
সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহ-ই-তুরে
দিবানিশি করতাম তার কদম জিয়ারত।।
মা ফাতেমা খেলত এসে আমার ধূলি লয়ে
আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে
হাসান হোসেন হেসে হেসে
নাচত আমার বক্ষে এসে।
চক্ষে আমার বইত নদী পেয়ে সে নিয়ামত।।
এই পথে মোর চলে যেতেন নূর নবী হজরত।
পয়জা তাঁর লাগত এসে আমার কঠিন বুকে
আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে
সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহ-ই-তুরে
দিবানিশি করতাম তার কদম জিয়ারত।।
মা ফাতেমা খেলত এসে আমার ধূলি লয়ে
আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে
হাসান হোসেন হেসে হেসে
নাচত আমার বক্ষে এসে।
চক্ষে আমার বইত নদী পেয়ে সে নিয়ামত।।
অসাধারণ
ReplyDeleteGood
ReplyDeleteMa sha Allah.. Subahan Allah ❤️
ReplyDeletemashallah Allaho akbar ya Mohammed(sw)
ReplyDeleteআল্লাহু আকবার
ReplyDeleteনজরুলের ভেতর কাব্যের প্রতিভা ছিল
ReplyDeleteনজরুল আল্লাহ প্রদত্ত
ReplyDeleteমাশাআল্লাহ,
ReplyDeleteমাসাল্লাহ
ReplyDeleteএজন্যই কবি নজরুলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অনেক বেশি। দুআ করি তিনিঁ জান্নাতবাসী হন...❣️
ReplyDeleteআল্লাহ কবি নজরুলকে কবুল করুন
ReplyDeleteপ্রতিটা মৌলিক বিষয়ে তাঁর উপলব্ধি ছিল অনন্য, অসাধারণ, সুগভীর ও প্রচলিত ধ্যান ধারণার ঊর্ধ্বে। কাঠামোগত ইসলামের বাইরে এর নির্যাস সম্পর্কে এই ভূখন্ডের মানুষ নূতন করে শিখেছে।
ReplyDeleteMasha Allah
ReplyDelete