Wednesday, October 4, 2017

Amar noyone noyon rekhi - আমার-নয়নে-নয়ন-রাখি

গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
বিভাগঃ নজরুল গীতি

আমার নয়নে নয়ন রাখি
পান করিতে চাও কোন অমিয়
আছে আঁখিতে উষ্ণ আঁখিজল
মধুর সুধা নাই পরান প্রিয়।।

ওগো ও শিল্প গলাইয়া মোরে
গড়িতে চাও কোন মানস প্রতীমারে
ওগো ও পূজারী কেন এ আরতী
জাগাতে পাষাণ প্রণয় দেবতারে।

এ দেহ বৃন্দারে থাকে যদি- মোরে
ওগো প্রেমাষ্পদ পিও গো পিও।

আমারে করো গুণী তোমার বীনা
কাঁদিব সুরে সুরে কণ্ঠলীনা
আমারই মুখের মুকুরে কবি
হেরিতে চাও কোন মানসীর ছবি।

চাহ যদি মোরে করো গো চন্দন
তপ্ত তনু তব শীতল করিও।।

2 comments:

  1. ভাই, গানে প্রচুর ভুল। বই দেখে কম্পোজ করবেন।

    ReplyDelete
  2. Eto onek bhul lyrics royeche dekhchi...

    ReplyDelete